সেরা ৪ ইংরেজি স্পোকেন কোর্স | Best Spoken Course List in BD

আপনি কি ফ্লুয়েন্টলি কথা বলা শেখার জন্য ইংরেজি স্পোকেন কোর্স খুঁজছেন? ইংরেজি ভাষাটি আমাদের অনেকের কাছে যেমন আতংক তেমনি শিক্ষা জীবন বলেন অথবা করপোরেট জীবন সব জায়গায় এই ভাষার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার নিজেকে বাকী দশজন মানুষ থেকে বেটার প্রমাণ করার জন্য ইংরেজি ভাষার দক্ষতার সাথে অন্য কিছুর তুলনা হয় না।

আপনার সাবলীল এবং সঠিক ভাবে ইংরেজি বলার পারদর্শিতা দিয়ে সহজেই যেকোনো মানুষকে মুগ্ধ করতে পারবেন। সেইসাথে আপনার ফ্রিল্যান্সিং কিংবা ডেস্ক জবের ক্যারিয়ারে দ্রুত উন্নতি করার সুযোগ পাবেন।

কিন্তু সমস্যা হলো ইংরেজি ভাষা আয়ত্ত করা অনেকের কাছেই অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। আবার অনেকের মনেই ইংরেজি ভাষা নিয়ে এক প্রকারের ভীতি তৈরি হয়ে গিয়েছে। কিন্তু একজন দক্ষ ইন্সট্রাক্টর এবং সঠিক গাইডলাইন ফলো করে আপনিও ইংরেজি ভাষায় নিজেকে দক্ষ করে তুলতে পারবেন৷

Video editing course 10%
Advertisement

তাই এই আর্টিকেলে আপনার জন্য সেরা ইংরেজি স্পোকেন কোর্স তালিকা ও কোন ইংলিশ কোর্স এর কি সুবিধা, অসুবিধা, কোর্সটি কার জন্য সেসব নিয়ে বিস্তারিত ধারণা দিব ইন-শা-আল্লাহ।

১. ঘরে বসে Spoken English (by Ten minute school

ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্সটির সাথে পরিচিত নয় এমন মানুষের সংখ্যা দেশে খুবই কম আছে। বাংলায় স্পোকেন ইংলিশের সবচেয়ে জনপ্রিয় কোর্স সম্ভবত এটিই৷ কোর্সটি পরিচালনা করেছেন মুনজারিন শাহিদ, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিএ ও এমএ করেছেন।

১ লক্ষ ৭৫ হাজারেরও বেশি মানুষ বর্তমানে কোর্সটি এনরোল করেছেন। দেখে আসি কি কি পাচ্ছেন এই কোর্সে। 

কি কি আছে এই ইংলিশ স্পোকেন কোর্সে:

  • কোর্সটিতে ৭০ টি ভিডিও লেকচার আছে সবমিলিয়ে প্রায় ২০ ঘণ্টার লেকচার। 
  • ৭০ টি নোট। 
  • ৫৭ টি ফ্ল্যাশকার্ড। 
  • ৯ সেট কুইজ।
  • কোর্সটির সময়সীমা থাকে ৬ মাস। 

কেন করবেন এই স্পোকেন কোর্স:

  • কোর্সটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক তাই আপনি যখনই সময় পান যেখানেই সময় পান তখনই কোর্সটি করতে পারবেন। 
  • কোর্সটির ইন্সট্রাক্টর মুনজারিন শাহিদ একজন জনপ্রিয় ইংরেজি শিক্ষিকা কারন তিনি ইংরেজি শিক্ষাকে খুবি সহজ এবং সাবলীলভাবে উপস্থাপন করতে পারেন। 
  • কুইজের মাধ্যমে নিজের প্রোগেস ট্রেকিং করতে পারবেন। 
  • প্রতিটি লেকচারের জন্য আলাদা নোট প্রদান করা হবে। 
  • কোর্সের দাম খুবই রিজেনএবল। 

কেন করবেন না এই কোর্সটি:

  • কোর্সটি করে আপনি বেসিক স্পোকেন ইংলিশ পারবেন কিন্তু আপনার টার্গেট যদি স্পেসিফিক কোন পরীক্ষা হয় যেমন আইএলটিএস, তাহলে আপনার জন্য এটি পারফেক্ট কোর্স না। তাদের ওয়েবসাইটে যদিও আইলটস নিয়ে ভিন্ন একটি কোর্স আছে।

স্পোকেন কোর্সটির বর্তমান মূল্য ১২৫০ টাকা।

LiveMCQ (40%)
Advertisement

২. Spoken English by Creative It

ক্রিয়েটিভ আইটি বাংলাদেশের জনপ্রিয় একটি লার্নিং প্ল্যাটফর্ম। তাদের স্পোকেন ইংলিশ নিয়ে একটি জনপ্রিয় কোর্স আছে।

তারা দাবী করছেন আপনি কোর্সটি সম্পন্ন করার পরে আপনার করপোরেট জীবন অথবা শিক্ষা জীবন যেকোনো জায়গায় ইংরেজিতে আপনার মনোভাব এবং পোটেনশিয়াল আইডিয়া গুলোকে শেয়ার করতে পারবেন।

কি কি আছে এই স্পোকেন কোর্সে:

  • তাদের কোর্সের অনলাইন এবং অফলাইন দুটি ব্যাচই আছে।
  • পূর্ববর্তী ক্লাসের উপর আবার রিভিউ ক্লাস হয়। 
  • কোর্স শেষ করার পরেও লাইফটাইম সাপোর্ট দেওয়া হবে। 
  • সকল স্টুডেন্টকে প্রেকটিস ল্যাব সাপোর্ট দেওয়া হবে। 
  • প্রত্যেকটি ক্লাসের রেকোর্ডেড ভিডিও দেওয়া হবে। 
  • কোর্স শেষ হওয়ার পরে ক্যারিয়ার প্লেসমেন্ট সাপোর্ট দেওয়া হবে। 

কেন করবেন কোর্সটি:

  • যেহেতু তাদের অফলাইন এবং অনলাইন দুটি ব্যাচই আছে তাই যদি কেউ অফলাইন ক্লাস করতে কোনো রকম জটিলতা ফেইস করে তারা অনলাইনে করতে পারবে। 
  • কোর্সের ক্লাস করার পরেও অনেকের সমস্যা থেকেই যায় তাই তাদের জন্য রয়েছে লাইফটাইম সাপোর্টের ব্যবস্থা। 
  • স্পোকেন ইংলিশ পুরোপুরি প্র্যাকটিসের উপর নির্ভর করে তাই স্টুডেন্টের জন্য তারা প্র্যাকটিস ল্যাব সাপোর্টের ব্যবস্থা করেছেন। 
  • স্পোকেন পাশাপাশি মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট নিয়েও ধারণা দেওয়া হবে। 
  • কোর্সের কোনো ক্লাস মিস করলে সমস্যা নেই সমস্ত ক্লাসই রেকর্ডেড দিয়ে দেওয়া হবে। 
  • কোর্স শেষে দেওয়া হবে না না ক্যারিয়ার অপরচুনিটি। 

কেন করবেন না এই স্পোকেন কোর্স:

  • যদি আপনি স্পেসিফিক কোনো পরিক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য ইংরেজি শিখতে চান তাহলে এই কোর্সটি পারফেক্ট নয় কারন এইখানে আপনাকে ডে টু ডে ইংরেজি নিয়ে ধারণা দেওয়া হবে। 
  • অনেকের কাছেই কোর্স ফি বেশি মনে হতে পারে কারন অন্যান্য কোর্স গুলো থেকে এটির দামই বেশি। 

স্পোকেন কোর্সটির বর্তমান দাম অফলাইন ব্যাচের ১০,০০০ টাকা এবং অনলাইন ব্যাচের ৬,০০০ টাকা।

English Course Middle
Ad by 10-Minute School

৩. Basic English speaking course by Ghoori Learning 

ঘুড়ি লার্নিং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি লার্নিং প্ল্যাটফর্ম। তাদের একটি কোর্স রয়েছে ব্যাসিক ইংলিশ স্পোকেন। তারা দাবী করছেন, যদি আপনার

একদমই ইংরেজি নিয়ে কোনো ধারণা না থাকে তাহলেও সমস্যা নেই। শুধু ইংরেজি বলতে নয় এ কোর্সটি আপনাকে ইংরেজিতে ভাবতে শেখাবে।

English Kid Course
Advertisement

কোর্সটির ইন্সট্রাক্টর হিসেবে আছেন সুমিয়া তারাননুম, যিনি ইংলিশ টিচিং এন্ড ট্রেনিং এরিনার কোফাউন্ডার এবং চিফ ট্রেইনার। 

কি কি আছে এই কোর্সে:

  • Basic Spoken English এর উপর ৪৮ টি লেসন আছে। 
  • কোর্সে মোট ৪ সেট কুইজ এবং এক সেট ফাইনাল এসেসমেন্ট রয়েছে। 
  • কোর্স শেষে রয়েছে বেসিক ইংলিশের উপর একটি সার্টিফিকেট। 

কেন করবেন কোর্সটি:

  • যারা ইংরেজি কথা বলতে লজ্জা পান কিংবা সংকোচ বোধ করেন তাদের জন্যই এই কোর্সটি৷ 
  • যাদের ইংরেজি নিয়ে বেসিক ধারণাও নেই তাদের জন্য বেসিক থেকেই শেখানো হবে সব কিছু। 
  • দৈনন্দিন জীবনে ব্যবহার করা খুব ছোট ছোট সেন্টেনসের মাধ্যমে ইংরেজি চর্চা করা হয় যার ফলে সকলের জন্যই সহজ হয় শেখা। 
  • Phrasal verbs, vocabularies, common expression এর মতো বিষয় গুলোর সঠিক ব্যবহার সেখানো হবে। 
  • কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে যেটি আপনার স্কিলকে রিপ্রেজেন্ট করতে সাহায্য করবে। 
  •  রিজনএবল দামে পাচ্ছেন এই কোর্সটি।
Data entry course 70%
Advertisement

কেন করবেন না এই ইংলিশ স্পোকেন কোর্স:

  • কোর্সটি একদম বেসিক লেভেলের যদি আপনার ইংরেজি নিয়ে মোটামুটি ধারণা আছেন এবং আপনি আরো এডভান্স কিছু শিখতে চাইছেন তাহলে এই কোর্স আপনার জন্য নয়। 
  • কোর্সটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হওয়ার মোবাইল কিংবা কম্পিউটার এবং ভালো  ইন্টারনেট একসেস থাকা দরকার কোর্সটি করতে। যাদের ভালো ইন্টারনেট অথবা ডিভাইস নেই তাদের জন্য কোর্সটি করা উচিত নয়। 

স্পোকেন কোর্সটির বর্তমান দাম মূল্য ৩০০ টাকা। 

৪. Spoken English Live course by e-shikon 

আপনি কোরপোরেট জব করেন কিংবা বিজনেস করেন কিংবা ফ্রিল্যান্সিং আপনার ইংরেজি দক্ষতা দরকার হবেই। তাই এই তিনপেশা বিশেষ করে ফ্রিল্যান্সারদের টার্গেট করে তৈরি করা হয়েছে ই-শিখনের স্পোকেন ইংলিশ লাইভ কোর্স।

কোর্সটির ইন্সট্রাক্টর হিসেবে আছেন ইশতিয়াক রাফি এবং মোহাম্মদ রোমান মুনসি। এখন পর্যন্ত ২,৮১০ জন স্টুডেন্ট কোর্সটি সম্পন্ন করেছেন৷

কি কি আছে এই কোর্সে:

  • ইংরেজির ফাউন্ডেশন কোর্স ।
  • কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট কোর্স। 
  • একসেন্ট নিউট্রালাইজেশন কোর্স। 
  • এডভান্স গ্রামার এন্ড ভোকাবুলারি কোর্স। 
  • ইংলিশ ফর রিয়েল লাইফ ওয়ার্ল্ড। 
  • ইন্টারভিউ স্কিল কোর্স। 

কেন করবেন কোর্সটি:

  • কোনো কোর্স মিস করলে পরের দিন উক্ত ক্লাসের ভিডিও রেকর্ড এবং নোটস দিয়ে দেওয়া হবে। 
  • কোর্স শেষে পাচ্ছেন এক্সপার্টদের দ্বারা লাইফ টাইম সাপোর্ট। 
  • প্রতিটি ক্লাসের প্রথমেই পূর্বের ক্লাসের সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
  • প্রতিটি ক্লাসের জন্য আলাদা এনাইসমেন্ট এবং মডেল টেস্ট নেওয়া হয়। 
  • কোর্স শেষে ফ্রি এবং পেইড ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়।
  • কোর্স শেষে ফ্রিল্যান্সারদের জন্য কিছু ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স দেওয়া হবে। 

কেন করবেন না এই স্পোকেন কোর্স:

  • কোর্সটি যেহেতু লাইভ হবে তাই ভালো ইন্টারনেট সংযোগ দরকার হবে তা না থাকলে কোর্সটি করতে সমস্যায় পড়তে হবে। 
  • কোর্সটি বিশেষভাবে ফ্রিল্যান্সারদের টার্গেট করে বানানো হয়েছে যদি আপনার টার্গেট ফ্রিল্যান্সিং না হয় তাহলে আপনার জন্য কোর্সটি নয়। 
  • কোর্সটি দাম একটু বেশি যেটি অনেকের সামর্থ্যের বাইরে। 

স্পোকেন ইংলিশ কোর্সটি দাম ৬০০০ টাকা বর্তমানে অফারে ২৯৯০ টাকা। 

যারা ফ্রিল্যান্সিং করতে চান, তাদের ফিল্যান্সিং কোর্স করার পাশাপাশি একইসময়ে ইংরেজি স্পোকেন কোর্স টা করে নেওয়া উচিৎ। এতে ক্লায়েন্ট ডিলিং ইজি হবে।

আশা করছি, স্পোকেন ইংলিশ কোর্স নিয়ে আপনাকে একটি ধারণা দিতে পেরেছি। সবগুলো স্পোকেন কোর্স এরই ভালো খারাপ দিক রয়েছে। সবদিকে বিবেচনা করে আপনার জন্য বেস্ট ইংরেজি স্পোকেন কোর্সটি পছন্দ করে নিজের ইংরেজি স্পোকেন স্কিল ডেভেলপ করে ফেলুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top