সেরা ৩ গ্রাফিক ডিজাইন কোর্স

বর্তমানে এই প্রযুক্তি নির্ভর সমাজে বেঁচে থাকার প্রধান হাতিয়ার হলো স্কিল। যে যত বেশি দক্ষ, তার জন্য এই প্রযুক্তির দুনিয়ায় চ্যালেঞ্জ জয় করা তত সহজ। এই আর্টিকেলের মাধ্যমে আমরা বর্তমানের হাই ডিমান্ডিং অনলাইন স্কিল ডেভেলপমেন্ট করার জন্য  নিয়ে কথা বলব সেটি হলো। 

আপনি কি ফ্রিল্যান্সিং কিংবা নিজস্ব ব্যবসা শুরু করার জন্য গ্রাফিক ডিজাইন কোর্স করতে চাচ্ছেন? একটা সময় ছিল যখন ডিজাইনিং বিষয়টার চাহিদা শুধু প্রেস কিংবা প্রিন্টিং শপে ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই ডিজাইনিং ফিল্ডের এত বেশি প্রসার হয়েছে স্কিলটি এখন অনলাইন দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় একটি স্কিলে পরিণত হয়েছে। 

অফলাইন কিংবা অনলাইনে স্ক্রল করতে করতে যত পোস্ট দেখেন, সবই কোনো না কোনো ডিজাইনারের তৈরি। 

এমনকি আপনার গায়ে থাকা টিশার্ট কিংবা আপনার কফি খাওয়ার মগটাও কোনো না কোনো ডিজাইনার ডিজাইন করেছেন।  

Video editing course 10%
Advertisement

উপর্যুক্ত উদাহরণ থেকে একটা বিষয় পরিষ্কার, ডিজাইনেবল জিনিসের (টি-শার্ট, মগ, পোস্টার, ফেসবুক পোস্ট ইত্যাদি) চাহিদা কখনোই কমবে না বলতে গেলে বাড়তেই থাকবে। 

তবে ডিজাইনার চাহিদা বৃদ্ধির সাথে সাথে গ্রাফিক ডিজাইনারদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। তাই, গ্রাফিক ডিজাইন মার্কেটে এখন কম্পিটিশন বেশি। গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ার করতে চাইলে আপনাকে হাইলি কোয়ালিফাইড হতে হবে, ডিজানে নতুনত্ব আনার ক্রিয়েটিভিটির সাথে থাকতে হবে ডিজাইনিং স্কিল।

আপনার সেই দক্ষতা এবং ক্রিয়েটিভিটিকে প্রকাশ করাতে সহায়ক হতে পারে একজন দক্ষ্য ও সফল গ্রাফিক ডিজাইনিং মেন্টর। ভালো গ্রাফিক ডিজাইন কোর্স আপনাকে আপনার সফলতার দিকে দ্রুত এগিয়ে নিতে পারে।

তাই এই আর্টিকেলে আমি আপনার সাথে বাংলাদেশের সেরা গ্রাফিক ডিজাইন কোর্স তালিকা, কোর্সের বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা শেয়ার করব।  

এইসব গ্রাফিক ডিজাইন কোর্স কমপ্লিট করে আপনিও নিজেকে এই ফিল্ডের এক্সপার্ট করে গড়ে তুলতে পারবেন ইন শা আল্লাহ।   

1. Graphics designing with Photoshop by 10 minute school 

বিগিনারদের গ্রাফিক ডিজাইনের হাতেখড়ি হয় ফটোশপ দিয়ে। ফটোশপ এমন একটি গ্রাফিক ডিজাইনিং সফটওয়্যার যেটির মাধ্যমে নানা ধরনের ডিজাইন সম্ভব। 

Daraz
Advertisements
cloudways
Advertisement

টেন মিনিট স্কুলের এই কোর্সটিতে ফটোশপ দিয়ে গ্রাফিক ডিজাইনের বিস্তারিত শেখানো হবে৷ 

যেহেতু ফটোশপ বিশ্বজুড়ে একটি জনপ্রিয় ডিজাইনিং টুল তাই এই টুলস শিখেই আপনি মার্কেটে ভালোভাবেই আর্নিং করতে পারবেন। 

৬ ঘন্টার এই কোর্সটি প্রায় ১৪০০’র বেশি মানুষ সম্পন্ন করেছেন। কোর্সটি পরিচালনা করেছেন সাদমান সাদিক যিনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং টেন মিনিট স্কুলের একজন অথর এন্ড কন্টেন্ট ক্রিয়েটর। 

কি কি আছে এই গ্রাফিক ডিজাইন কোর্সে:-

  • ৩৭ ভিডিও লেকচার এবং ২৯ টি এক্সারসাইজ ফাইল।
  • বেসিক থেকে এডভান্স পর্যন্ত এডবি ফটোশপ নিয়ে ধারণা দেওয়া হবে। 
  • ৬ মাস সময়সীমা। 
  • কোর্স শেষে থাকছে সার্টিফিকেট। 

কেন করবেন এই গ্রাফিক ডিজাইন কোর্স:-

  • কোর্সটিতে এডবি ফটোশপ এর বিভিন্ন বিভিন্ন টুল, ফিচার ইউজ করে কিভাবে লগো ডিজাইন, ফটো এডিট এবং এড ডিজাইন করা যায় তা নিয়ে হাতে কলমে বিস্তারিত ধারণা দিবে। 
  • সম্পূর্ণ বিগিনার ফ্রেন্ডলি কোর্স। 
  • দ্রুত মার্কেটের চাহিতা অনুযায়ী ডিজাইন করতে প্র্যাকটিক্যাল কিছু গ্রাফিক ডিজাইন শেখানো হয়েছে। 
  • ডিজিটাল ডিজাইনের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট মিডিয়া ডিজাইন যেমন:- পোস্টার,ব্যানার, ফ্লায়ার ইত্যাদি ডিজাইন শেখানো হয়েছে। 
  • ফ্রিল্যান্সিং প্রোজেক্ট বেস কাজের মাধ্যমে আয় করার কৌশল শেখানো হয়েছে। 
  • রিজনেবল প্রাইস।  

গ্রাফিক ডিজাইন কোর্সটি কাদের জন্য না:-

  • গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো ধারণা নেই এমন কারো জন্য কোর্সটি অনেক হেল্পফুল। কিন্তু, যদি আপনার স্কিলকে আরো এডভান্স করতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য না। 
  • শুধুমাত্র একটি টুল ইউজ করে দেখানো হয়েছে, আপনি যদি অন্যান্য গ্রাফিক ডিজাইন টুল শিখতে চান তাহলে কোর্সটি আপনার জন্য নয়। 

১০ মিনিট স্কুলের গ্রাফিক ডিজাইন কোর্সটির দাম: ১২৫০ টাকা।

2. Professional Graphic design by Creative IT

গ্রাফিক ডিজাইনের নাম শুনলেই অনেকের কাছে ক্রিয়েটিভ আইটির কথা মনে পড়ে। তার কারণ হলো তাদের এই প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সের অনেক অনেক সফলতার গল্প আছে। 

এই কোর্সটি স্টুডেন্ট থেকে শুরু করে গৃহিণী যে কেউই করতে পারবে এমনভাবে তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত ১৮ হাজার স্টুডেন্ট কোর্সটি এনরোল করেছেন এবং প্রায় ১৪ হাজারেরও বেশি পজিটিভ রিভিউ আছে কোর্সটির। 

৬ মাস মেয়াদী এই কোর্স করে আপনি নিজেকে গ্রাফিক্স ডিজাইন ফিল্ডের একজন এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারবেন বলে তারা মনে করেন। 

কি কি আছে এই গ্রাফিক ডিজাইন কোর্সে:-

  • ৪৮ টি লেকচার। 
  • পুরো কোর্সে ৩০ টিরও বেশি প্রজেক্ট করে দেখানো হয়েছে। 
  • এডোবি ইনডিজাইন, ফটোশপ, ইলুস্ট্রেটর, এডবি এক্সডি, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট সহ ডিজাইন রিলেটেড সকল টুল নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হবে। 
  • প্রিন্টএবল প্রডাক্ট (সার্টিফিকেট, পোস্টার, টি-শার্ট, প্রডাক্ট প্যাকেজিং) ডিজাইন নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হবে। 
  • আলাদাভাবে ওয়েব UI ডিজাইন শেখানো হবে। 

কেন করবেন এই গ্রাফিক ডিজাইন কোর্স:-

  • আপনি যদি একদম বিগিনার থেকে এডভান্স লেভেলের ডিজাইনিং শিখতে চান তাহলে আপনার জন্য একটি পারফেক্ট কোর্স কারন তারা ডিজাইনিং এর বেসিক সফটওয়্যার থেকে শুরু করে এডভান্স সফটওয়্যার সব কিছুর ব্যবহার শেখাবেন। 
  • কোর্সটি সম্পূর্ণ প্রোজেক্ট বেস, প্রতিটি ডিজাইন আপনাকে সরাসরি করে দেখানো হবে, যা কঠিন বিষয় গুলো সহজে বুঝতে সহায়ক হবে।  
  • তাদের অনলাইন এবং অফলাইন দুটি ব্যাচই রয়েছে, আপনি সুবিধামতো যেকোন ব্যাচে এডমিট হতে পারবেন। 
  • প্রত্যেকটি ক্লাসের পর আবার সেই ক্লাসের উপর রিভিউ ক্লাস হয়। 
  • কোর্স শেষে স্টুডেন্টদের লাইফটাইম সাপোর্ট দেওয়া হবে। 
  • প্রত্যেকটি ক্লাসের রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হবে। 
  • কোর্স শেষে শিক্ষার্থীদের জব অপরচুনিটি প্রোভাইড করে প্রতিষ্ঠানটি৷ এখন পর্যন্ত ১৬ হাজার শিক্ষার্থীর চাকরি নিশ্চিত করেছেন তারা। 

কেন করবেন না এই গ্রাফিক ডিজাইন কোর্স:- 

  • কোর্সটির দাম অনেক বেশি যেটি অনেকের সামর্থ্যের বাইরে। 
  • কোর্সটিতে ডিজাইন রিলেটেড সব কিছু শেখানো হলেও ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে তেমন কিছু শেখানো হবেনা।
Data entry course 70%
Advertisement

ক্রিয়েটিভ আইটি গ্রাফিক ডিজাইন কোর্সটির দাম: 

  • অফলাইন ব্যাচে ৫০ হাজার টাকা এবং 
  • অনলাইন ব্যাচে ২০ হাজার টাকা। 

Freelancing with Graphic design by Ostad 

ওস্তাদের ফ্রিল্যান্সিং উইথ গ্রাফিক্স ডিজাইন কোর্সটি মেইনলি তাদেরকেই টার্গেট করে বানানো হয়েছে যারা গ্রাফিক্স ডিজাইনিং শিখে ফ্রিল্যান্সিং করতে চায়। তারা মনে করে, আপনি ৪ মাস মেয়াদি এই কোর্স করে নিজেকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের জন্য পারফেক্ট করে তুলতে পারবেন। 

কোর্সটি সম্পূর্ণ লাইভ হবে। সপ্তাহে দুটি ক্লাস হবে তাও রাতের বেলা যার কারনে চাকরিজীবি হোক কিংবা স্টুডেন্ট কারোই সমস্যা হবে না। 

কোর্সটি পরিচালনা করেছেন ওস্তাদের ৩ জন ইনস্ট্রাক্টর বন্ধন পদ্দার অর্জুন, মুনিম বিন সেলিম এবং রাব্বি হাসান। তারা তিনজনই গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট। 

কি কি আছে এই গ্রাফিক ডিজাইন কোর্সে:-

  • ১৮ সপ্তাহের স্টাডিপ্ল্যান 
  • ক্যানভার উপর ২ টি,  ফটোশপের উপর ১২ টি ক্লাস  এবং ইলাস্ট্রেটরের উপর ১২ টি ক্লাস। 
  • ডেইলি সাপোর্ট ক্লাস। 
  • জব মার্কেট গাইডলাইন। 
  • এআই মিডজার্নির উপর ২ টি ক্লাস। 
  • মার্কেটপ্লেসের উপর ৮ টি ক্লাস। 
  • এসেসমেন্ট ও সার্টিফিকেট। 

কেন করবেন কোর্সটি :-

  • কোর্সটি সম্পূর্ণ লাইভ তাই সরকারি ইন্সট্রাক্টরের থেকে সব কিছু শিখতে পারবেন। 
  • ডেইলি সাপোর্ট ক্লাসে আপনি আপনার সকল সমস্যার সমাধান করে নিতে পারবেন। 
  • ফটোশপ এবং ইলাস্ট্রেটর নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে যেগুলো ব্যবহার করে আপনি যেকোন প্রফেশনাল মানের ডিজাইন করতে পারবেন। 
  • যুগের সাথে তাল মিলিয়ে শুধু মাত্র ডিজাইনিং টুলই না বরং এআই ব্যবহার করে ডিজাইন করারও নানা কৌশল শেখানো হয়েছে। 
  • জব মার্কেট এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে আলাদা ভাবে গাইডলাইন দেওয়া হয়েছে। 
  • তাদের রয়েছে এক্সপার্ট কমিউনিটি আপনি কোর্সে জয়েন করে সেই কমিউনিটির সদস্য হয়ে যেতে পারেন। 
  • অনেক রিজেনএবল দাম। 
English Course 90%
Ad by 10-Minute School

কেন করবেন না এই কোর্স:-

  • কোর্সটি সম্পূর্ণ লাইভ হবে তাই যদি আপনার ভালো ইন্টারনেট সংযোগ না থাকে তাহলে আপনি কোর্সটি ভালো ভাবে করতে পারবেন না। 
  • কোর্সটি মেইনলি ফ্রিল্যান্সিংকে টার্গেট করে তৈরি করা যদি আপনার গ্রাফিক্স ডিজাইন করে ফ্রিল্যান্সিংয়ের ইনটেনশন না থাকে তাহলে কোর্সটি আপনার জন্য না।

গ্রাফিক ডিজাইন কোর্সটির বর্তমান দাম: ৪,৫০০ টাকা।

শেষ কথা 

গ্রাফিক ডিজাইন অনেক হাই ডিমান্ডিং একটি স্কিল। যদি আপনি নিজেকে এই স্কিলে প্রোপারলি স্কিলড করতে পারেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে সুন্দর একটি ক্যারিয়ার। 

আশা করি, উপর্যুক্ত সেরা ৩ টি গ্রাফিক ডিজাইন কোর্স থেকে যেকোনটি এনরোল করলে আপনার ক্যারিয়ারের পথে সহায়ক হবে ইন শা আল্লাহ। এছাড়ার আরো বিস্তারিত জানতে আমাদের সেরা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স তালিকা, ফ্রিল্যান্সিং কোর্স সাইট তালিকাগুলো পড়তে পারেন।

Review Plugin (p2)
Advertisement

Leave a Comment

Scroll to Top