বাংলা ব্লগ বা পত্রিকায় ভিন্ন ডিজাইনে স্টাইলিশ বাংলা লেখা প্রকাশ করতে সেরা বাংলা ফন্ট খুঁজছেন? বাংলা আমাদের মাতৃভাষা। মনের ভাব প্রকাশে, মন খুলে কোনো কিছু লিখতে চাইলে আমাদের বাংলা ভাষায় লিখতে হয়। আবার ইদানিং মনের ভাব প্রকাশের মাধ্যম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। সেখানে বাংলায় লিখতে হলে নিশ্চয়ই সাধারণ হাতের লেখায় কাজ হবে না, আকর্ষণীয় বাংলা ফন্ট প্রয়োজন।
এছাড়া গ্রাাফিক্স ডিজাইন, ইউটিউবের থাম্বনেইল এর জন্যও আকর্ষণীয় বাংলা ফন্ট আবশ্যক। তাই, ১০টি জনপ্রিয় বাংলা ফন্টের নাম জানাতেই আমাদের আজকের আয়োজন।
Table of Contents
সেরা বাংলা ফন্ট তালিকা | Best 10 Bangla Font List
অনেক অনেক ফন্টের মধ্যে সবচেয়ে সুন্দর ও সেরা বাংলা ফন্ট গুলো খুঁজে পাওয়া বেশ দুষ্কর। কিন্তু, আপনি যদি জনপ্রিয় বাংলা ফন্টের নাম জানতে চান তাহলে সেরা বাংলা ফন্ট তালিকা দেখে নিন।
জনপ্রিয় সেরা ১০ টি বাংলা ফন্টের নাম :
- সুতনীএমজে বাংলা ফন্ট
- পৃথু টি কু বাংলা ফন্ট
- চারু চন্দন ব্লাড ড্রিপ
- আবির্ভাব বাংলা ফন্ট
- হিন্দ শিলিগুড়ি
- খালিদ কালকিনি
- প্যারাডক্সিকাল সাজিদ
- চারুকলা ফন্ট
- শরীফ স্বাধীন (Sharif swadhin)
- সময়ের স্রোত (somoyer srot)
1. সুতনীএমজে বাংলা ফন্ট | Sutonnymj Bangla Font
বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় ফন্টের নাম সুতনী এমজে। যেকোনো ধরনের গ্যাজেট, হোক কম্পিউটার কিংবা মোবাইল ফোন সবচাইতে বেশি ব্যবহারকারী এই সুতোনি এমজে ফন্টের। বিশেষ করে ফরমাল কাজের জন্য সুতনীএমজে ফন্ট এর বিকল্প নেই।
বাংলা সুতনীএমজে ফন্টের দুইটা স্টাইল বিদ্যমান তা হচ্ছে রেগুলার এবং বোল্ড। ফন্টের ধরন দুইটি ইউনিকোড এবং আনসি (ANSI)।
এক নজরে সুতনি এমজে ফন্ট:
- ফন্টের ধরণ: ইউনিকোড, আনসি
- ফন্টের স্টাইল: রেগুলার, বোল্ড
- ফ্রি
2. পৃথু টি কিউ বাংলা ফন্ট | Pritu ti qu Bangla font
নানা ধরনের শৈল্পিক ডিজাইনের লেখালেখি করতে এই বাংলা ফন্টের জনপ্রিয়তা ব্যপক। ফন্টটি ব্যবসায়ী কিংবা ব্যক্তিগত যে কোন ক্ষেত্রে আপনার লেখায় এনে দিবে নান্দনিকতার ছোঁয়া।
তবে ফন্টটি পেইড হওয়ায় ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে কিনে নিতে হবে। ২৭৪ বার ফন্টটি বিক্রি হয়েছে। এই ফন্টটিতে ইউনিকোড এবং আনসি নামে দুটি ধরণ বিদ্যমান।
এক নজরে পৃথু টি কিউ বাংলা ফন্ট:
- ফন্টের ধরন: ইউনিকোড এবং আনসি
- ফন্টের স্টাইল: রেগুলার এবং বোল্ড
- পেইড
3. চারু চন্দন ব্লাড ড্রিপ বাংলা ফন্ট | Charu Chandan blood drip Bangla font
রক্তের দামে পাওয়া বাংলা ভাষার লিখন শৈলীতে রক্তের ছাপ রেখে যে ডিজাইন করা হয়েছে সেটাই চারু চন্দন ব্লাড ড্রিপ বাংলা ফন্ট। এই ফন্ট ব্যবহার করে কোন লেখা লিখলে মনে হবে রক্তের দিয়ে মাত্রই লেখা হলো।
একটু ব্যতিক্রমী ডিজাইনের এই ফন্টটির শিল্পী চন্দন আচার্য। ফ্রি ব্যবহারের এই জনপ্রিয় বাংলা ফন্ট প্রায় ৫৮ হাজারের বেশি বার ডাউনলোড করা হয়েছে। এই বাংলা ফন্টটিতে চারটি স্টাইল এবং দুইটি ধরন রয়েছে।
এক নজরে চারু চন্দন ব্লাড ড্রিপ বাংলা ফন্ট:
- ফন্টের ধরন: ইউনিকোড এবং আনসি
- ফন্টের স্টাইল: ৪টি ( রেগুলার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন)
- ফ্রি
4. আবির্ভাব মুক্ত বাংলা ফন্ট | Abirvab free Bangla Font
‘আবির্ভাব মুক্ত বাংলা ফন্ট’ অত্যন্ত চমৎকার আরো একটি বাংলা ফন্ট। ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্র হিমেলের ডিজাইন করা ফন্ট এটি। এই ফন্টটি ব্যবহার করে সাধারণত লোগো বানানো হয়। যেসব গ্রাফিক্স ডিজাইনার লোগো মেকিং এর কাজ করে থাকেন তারা সাধারণত এই ফন্টটি বেশি ব্যবহার করে থাকেন। ফ্রি এই বাংলা ফন্ট এর দুইটি ধরন এবং দুইটি স্টাইল রয়েছে।
এক নজরে আবির্ভাব মুক্ত বাংলা ফন্ট:
- ফন্টের ধরন: ইউনিকোড এবং আনসি
- ফন্টের স্টাইল: রেগুলার এবং বোল্ড
- ফ্রি
5. হিন্দ শিলিগুড়ি বাংলা ফন্ট | Hind Shiliguri Bangla font
বাংলা ব্লগগুলোতে ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় ফন্টের নাম হিন্দ শিলিগুড়ি বাংলা ফন্ট। পাঁচটি ভিন্ন স্টাইল বিশিষ্ট এই বাংলা ফন্টের ডিজাইনার ইন্ডিয়ান টাইপ ফাউন্ডারী প্রতিষ্ঠান। লেখাকে দৃষ্টিনন্দন এবং নান্দনিক করার পাশাপাশি পাঠক মহলে এই লিখন শৈলীর চাহিদা থাকায় এর ব্যবহারকারী অনেক বেশি।
ফন্টটি প্রিমিয়াম নয় বরং ফ্রিতেই ব্যবহার করা যায়। প্রায় সাড়ে তের হাজার ব্যবহারকারী এটি ডাউনলোড করেছেন।
এক নজরে হিন্দ শিলিগুড়ি বাংলা ফন্ট:
- ফন্টের ধরন : ইউনিকোড
- ফন্টের স্টাইল: পাঁচটি
- ফ্রি
6. খালিদ কালকিনি বাংলা ফন্ট | Khalid kalkini Bangla Font
আরো একটি জনপ্রিয় প্রিমিয়াম বাংলা ফন্টের নাম খালিদ কালকিনি বাংলা ফন্ট। এই ফন্ট ব্যবহার করতে হলে আপনাকে কিনে ব্যবহার করতে হবে। প্রায় ১০৯৬ জন ব্যবহারকারী এটিকে ক্রয় করেছেন। এই ফন্টটির দুইটি ধরন এবং দুইটি স্টাইল রয়েছে।
এক নজরে খালিদ কালকিনি বাংলা ফন্ট:
- ফন্টের ধরন: ইউনিকোড এবং আনসি
- ফন্টের স্টাইল: রেগুলার এবং বোল্ড
- পেইড
7. প্যারাডক্সিক্যাল সাজিদ বাংলা ফন্ট | Paradoxical Sajid Bangla Font
নান্দনিক ডিজাইনের অন্যতম সেরা বাংলা ফন্ট এই প্যারাডক্সিক্যাল সাজিদ। ডিজাইনার সাব্বির রহমান ফিরোজের করা এই ফন্টটি এক বছরেরও কম সময়ের ব্যবধানে ডাউনলোড হয়েছে প্রায় ৬৩,৪৫০ বার। এই লিখন শৈলী টির এত গ্রহণযোগ্যতা পাওয়ার পেছনে যে কারণটি রয়েছে তা হলো এটা দিয়ে যেকোনো ধরনের ডিজাইন করা যায়।
এক নজরে প্যারাডক্সিক্যাল সাজিদ বাংলা ফন্ট:
- ফন্টের ধরন: ইউনিকোড এবং আনসি
- ফন্টের স্টাইল: দুইটি। রেগুলার এবং বোল্ড
- ফ্রি
8. চারুকলা বাংলা ফন্ট | Charukola Bangla Font
লেখালেখিতে বৈচিত্র্য আনতে চান? তাহলে, চারুকলা বাংলা ফন্ট আপনার জন্য উপযুক্ত। ছয় ধরনের ডিজাইন বিশিষ্ট এই ফন্টটি ডিজাইন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চন্দন আচার্য।
এক নজরে চারুকলা বাংলা ফন্ট:
- ফন্টের ধরন: ইউনিকোড এবং আনসি
- ফন্টের স্টাইল: ছয়টি
- ফ্রি
9. শরীফ স্বাধীন বাংলা ফন্ট | Sharif Swadhin Bangla Font
ডিজাইনার শরিফ উদ্দিন শিশিরের ডিজাইন করা এই বাংলা ফন্টটি ব্যবহার করেন প্রায় ২৯০১৩ জন ব্যবহারকারী। এই বাংলা ফন্ট আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। যেকোনো ধরনের গ্রাফিক্স ডিজাইন কিংবা ইউটিউব থাম্বনেইলের কাজ করার জন্য এই বাংলা ফন্টটি একদম পারফেক্ট।
এক নজরে শরীফ স্বাধীন বাংলা ফন্ট:
- ফন্টের ধরন: ইউনিকোড এবং আনসি
- ফন্টের স্টাইল: ২ টি (রেগুলার এবং বোল্ড)
- ফ্রি
10. সময়ের স্রোত মুক্ত বাংলা ফন্ট | Somoyer Srot Free Bangla font
আজকের আলোচনার সেরা বাংলা ফন্ট তালিকার সর্বশেষ নাম সময়ের স্রোত মুক্ত বাংলা ফন্ট। এটি ডিজাইন করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির একজন ছাত্র। চমৎকার লিখন শৈলীর এই ফন্টটি সাধারণত সংবাদ পত্র বা টিভি সংবাদের হেডলাইন হিসেবে ব্যবহার হয়ে থাকে। এই ফন্টটিও দুই ধরন এবং স্টাইল বিশিষ্ট।
এক নজরে সময়ের স্রোত বাংলা ফন্ট:
- ফন্টের ধরন: ইউনিকোড এনং আনসি
- ফন্টের স্টাইল: ২ টা (রেগুলার ও বোল্ড)
- ফ্রি
আরো পড়ুন: বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা
বাংলা ফন্ট ডাউনলোড করার ওয়েবসাইট
বাংলা ফন্টগুলো সম্পর্কে জানার পর নিশ্চয়ই আপনার পছন্দের সেরা বাংলা ফন্ট ডাউনলোড করতে চাচ্ছেন। এজন্য আপনাকে বাংলা ফন্ট ডাউনলোড করার ওয়েবসাইট ভিজিট করতে হবে যেখান থেকে আপনি আপনার পছন্দের বাংলা ফন্টটি ডাউনলোড করতে পারবেন।
বাংলা ফন্ট ডাউনলোড করার ওয়েবসাইট তালিকা:
- বাংলা ফন্ট লাইব্রেরি।
- অক্ষর ৫২।
- ওমিক্রণ ল্যাব
- লিপিঘর
- বেঙ্গলি ফন্ট, ইত্যাদি।
আকর্ষণীয় বাংলা ফন্ট কেন প্রয়োজন?
অনেকের মনে প্রশ্ন আসতেই পারে সেরা বাংলা ফন্ট কেন জরুরি? সাধারণ ফন্ট দিয়ে লিখলে সমস্যা কোথায়?
আপনিই বলুন তো, চমৎকার লিখন শৈলীর কোনো লেখা বেশি পছন্দ করবেন নাকি সাধারণ কোনো লেখন শৈলীর লেখা!
নিশ্চয়ই একটু অন্যরকম লিখন শৈলীর আকর্ষণীয় লেখাই পছন্দ হবে! আর তাছাড়া নিজের মাতৃভাষার একটু শৈল্পিক নান্দনিকতা কার না পছন্দ।
তাই, আপনার লেখাকে আরো আকর্ষণীয় করে তুলতে এখানে আমরা সেরা ১০ টি জনপ্রিয় বাংলা ফন্টের নাম ও তালিকা দিয়েছি। আপনার পছন্দের আকর্ষণীয় বাংলা ফন্টের নাম কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না যেন।