সেরা ৫ অনলাইন ফেসবুক মার্কেটিং কোর্স

আপনি কি আপনার ব্যবসা বা অনলাইন সেবার সেল, আয় বাড়াতে চান? তাহলে, বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্যোশাল মিডিয়া ফেসবুকে ভালভাবে প্রচার চালানো উচিৎ। কিন্তু, সঠিক পদ্ধতি ও টেকনিক জানা না থাকলে ফেসবুকে মার্কেটিং করেও আপনি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন না। তবে চিন্তার কারণ নেই, আপনি একজন দক্ষ মেন্টরের পরামর্শ মেনে কাজ করলে খুব দ্রুতই সফল হতে পারবেন ইন-শা-আল্লাহ।

মার্কেটিং শেখার জন্য তথা, সফল হতে যদি আপনি কোন ফেসবুক মার্কেটিং কোর্স করতে চান, তবে এই আর্টিকেলটি আপনার জন্য। কেননা, ব্লগটিতে বাংলাদেশের সেরা প্লাটফর্ম এর সেরা ফেসবুক মার্কেটিং কোর্স খুঁজে বের করার পাশাপাশি প্রতিটি কোর্স এ সুবিধা, অসুবিধা ও প্রাইস তুলে ধরেছি; যা আপনার প্রয়োজন অনুসারে বেস্ট ফেসবুক মার্কেটিং কোর্স এনরোল করতে সহায়ক হবে ইন-শা-আল্লাহ।

1. Passive Journal | ফেসবুক মার্কেটিং কোর্স

বর্তমান সময়ের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম গুলোর একটি হলো প্যাসিভ জার্নাল। তাদের সমস্ত কোর্সই বেশ প্রোফেশনাল লেভেলের হয়ে থাকে। প্রথমে শুধু এসইও কোর্স দিয়ে শুরু করলেও বর্তমানে প্যাসিভ জার্নালের ড্যাশবোর্ডে সকল ধরণের মার্কেটিং কোর্স এভেইলএব আছে। তার মধ্যে মেটা মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং অন্যতম। 

Video editing course 10%
Advertisement

কি কি আছে এই কোর্সে :-

  • সাবসক্রিপশন বেস প্ল্যালফর্ম হওয়ায় আপনি মেটা মার্কেটিং কোর্সটি কিনলেই তাদের সকল কোর্সের একসেস পেয়ে যাবেন লাইফটাইমের জন্য। 
  • ৫/৬ ঘণ্টা দীর্ঘ মেটা মার্কেটিং বেসিক কোর্স। 
  • বেসিক কোর্স শেষে থাকছে মেটা মার্কেটিং এডভান্স কোর্স। 
  • ডিসকর্ড কলে সরাসরি ইন্সট্রাক্টর থেকে যেকোনো সময়ই সাপোর্ট পাবেন। 

 কেন করবেন এই কোর্স:- 

  • আপনার যদি ফেসবুক মার্কেটিং নিয়ে একদম কোনো আইডিয়া না থাকে তাহলেও এই কোর্স করে আপনি বেসিক থেকে এডভান্স পর্যন্ত স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন। 
  • কোর্সটির ইন্সট্রাক্টর খালিদ ফারহান নিজে বাংলাদেশের একজন জনপ্রিয় ডিজিটাল মার্কেটার এবং মার্কেটিং নিয়ে হায়ার ডিগ্রি নিয়েছেন। 
  • কোর্সটি কিনলেই আপনি তাদের বাকী কোর্সগুলোর লাইফটাইম একসেস পেয়ে যাবেন। 
  • এখানে ফ্রিল্যান্সিং কোর্সও আছে যার কারনে আপনি মেটা মার্কেটিং শেখার পরে যদি ফ্রিল্যান্সিং নিয়ে আগাতে চান আপনি কমপ্লিট গাইডলাইন পাবেন।
  • কোর্সটির সাপোর্ট সিস্টেম অনেক ভালো। আপনি তাদের ডিসকোর্ড কমিউনিটিতে যেকোন সময় মেসেজ দিয়ে যেকোনো সমস্যার সমাধান নিয়ে নিতে পারবেন আর তা না হলে ওইকলি সাপোর্ট কলে ইন্সট্রাক্টরের সাথে কথা বলে সমস্যা সমাধান করে নিতে পারবেন। 
  • তাদের রয়েছে হাজারো সফলতার গল্প। তাদের অনেক স্টুডেন্টই এখন অনেক ভালো জায়গায় কাজ করছেন। 

কেন করবেন না এই কোর্স:- 

  • এই কোর্সে প্রতিটি ভিডিও রেকর্ডেড যদি আপনি লাইভ ক্লাস করতে চান তাহলে এই কোর্স আপনার জন্য না। 
  • কোর্সটির দাম অনেক বেশি যেটি অনেকেরই সার্মথ্যের বাইরে। 

কোর্সটির বর্তমান দাম ২৫ হাজার টাকা। 

2. Facebook Marketing Course by 10 minute school

বাঙলাদেশের ই-লার্নিং দুনিয়ায় আরেকটি জনপ্রিয় নাম হলো টেন মিনিট স্কুল। এখন পর্যন্ত লক্ষেরও বেশী শিক্ষার্থীকে অনলাইনে পড়িয়ে আসছে প্রতিষ্ঠানটি। প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি নানা স্কিল ডেভেলপমেন্ট কোর্সও প্রকাশ করেছে টেন মিনিট স্কুল। ফেসবুক মার্কেটিং তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি কোর্স। কোর্সটি পরিচালনা করেছেন টেন মিনিট স্কুলের জনপ্রিয় দুজন ব্যাক্তি আইমান সাদিক এবং সাদমান সাদিক। এখন পর্যন্ত প্রায় ৩৪ হাজারেরও বেশি মানুষ কোর্সটি এনরোল করেছেন। 

Daraz
Advertisements
cloudways
Advertisement

কি কি আছে এই ফেসবুক মার্কেটিং কোর্স এ:- 

  • প্রায় ২৫ ঘন্টা ভিডিও লেকচার।
  • ৪৯টি ভিডিও রেকর্ডেট ভিডিও। 
  • প্রতিটি ক্লাসের উপর ভিত্তি করে ৪৯টি নোট প্রদান করা হবে। 
  • নিজের স্কিল ট্র্যাকের জন্য রয়েছে ৯ সেট কুইজ। 
  • যেকোনো সমস্যা সমাধানের জন্য আছে ফেসবুক সাপোর্ট গ্রুপ।
  • কোর্সের সর্বমোট সময়সীমা ৬ মাস।
  • কোর্স শেষে প্রদান করা হবে একটি সার্টিফিকেট। 

কেন করবেন এই ফেসবুক মার্কেটিং কোর্স:- 

  • টেন মিনিট স্কুল যেহেতু নিজেই একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল মার্কেটিং নিয়ে তাদের নানা স্ট্র্যাটেজি আছে যেগুলো এই কোর্সে শেয়ার করা হয়েছে। 
  • তারা নিজেদের লাইভ প্রজেক্ট থেকে লাইভ শিখিয়েছেন ফেসবুক এডস। 
  • যেকোনো ব্যাবসা কিভাবে ফেসবুকের সাহায্যে দাড়া করাবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 
  • সম্পূর্ণ রেকর্ডেট কোর্স হওয়ার কারনে যখন ইচ্ছে তখনই দেখতে পারবেন। 
  • কোর্সের দাম অনেক রিজেনএবল। 

কেন করবেন না এই কোর্সটি:-

  • কোর্সটি শুধু মাত্র বিজনেসকে ফোকাস করে বানানো হয়েছে যদি আপনার ইনটেনশন ফ্রিল্যান্সিং হয় তাহলে আপনার জন্য কোর্সটি পারফেক্ট নয়। 
  • কোর্সটি সম্পূর্ণ রেকর্ডেড এবং তাদের সাপোর্ট সিস্টেমও তেমন একটিভ না। 

বর্তমানে টেন মিনিট স্কুলের ওয়েবসাইটে ১২৫০ টাকা দিয়ে কিনতে পারবেন কোর্সটি। 

3. One design away challenge by uddokta hoi

উদ্দোক্তা হই প্ল্যাটফর্মটি খুব একটা জনপ্রিয় না তবে আজকের লিস্টে আমার সবচেয়ে ফেভারিট এন্ড মোস্ট রিকমেন্ডেড কোর্স হচ্ছে এটি। মেইনলি প্রিন্ট অন ডিমান্ড বিজনেসকে ফোকাস করে বানানো হলেও কোর্সটি করে আপনি যেকোন বিজনেসকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসটাবলিশ করতে পারবেন। এটি মেইনলি একটি লাইভ কোর্স একটি চ্যালেঞ্জ ও বলা চলে আপনি পুরো কোর্সটিতে মেন্টরকে ফলো করবেন, তার মার্কেটিং স্ট্রাটেজি ফলো করে নিজের বিজনেসকে গ্রো করবেন। যেহেতু কোর্সটি প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কাজ করবে তাই এটির নাম ওয়ান ডিজাইন এওয়ে চ্যালেঞ্জ, কিন্তু তারা তাদের পুরো কোর্সের বেশিরভাগ মার্কেটিং ফেসবুক ব্যবহার করে করবেন। 

কি কি আছে এই ফেসবুক মার্কেটিং কোর্সে :- 

  • কোর্সের সাথে একটি ডট শপ ডোমেইন পেয়ে যাবেন একদম ফ্রীতে যেটি ব্যবহার করে আপনি প্র্যাকটিস করতে পারবেন 
  • মেন্টরের লিখা বই মার্কেটিং ১০১ এর হার্ড কপি পাবেন। 
  • আপনার স্টোর সাজানোর জন্য ৫০ টি প্রিমিয়াম ডিজাইন পাবেন। 
  • একটি ডিজাইন সলিউশন সাইটের ৬ মাসের প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন। 
  • ৪৫ দিনে মেন্টরের সাথে একটি প্রিন্ট অন ডিমান্ড বিজনেস শুন্য থেকে গ্রো করা শিখবেন। 
  • তাদের মাস্টারমাইন্ড পেইড গ্রুপের ফ্রি মেম্বারশিপ পেয়ে যাবেন। 

কেন করবেন এই ফেসবুক মার্কেটিং কোর্স:- 

  • সাধারণ বাকী কোর্স গুলো থেকে এই কোর্সটি একটু ব্যতিক্রম। এখানে প্রতিটা কাজ লাইভ করে স্টুডেন্টদের শেখানো হয় একটি বিজনেস কিভাবে মার্কেটিং করতে হয়। 
  • যদি আপনি প্রিন্ট অন ডিমান্ড নিয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনার জন্য আরো ইফেকটিভ হবে কারন এই কোর্সেটি প্রিন্ট অন ডিমান্ড মডেল বিজনেস গুলো নিয়ে তৈরি৷ 
  • শুধু এডভারটাইজিং নয় নানা রকমের ডিজাইন ট্রিকস এন্ড টিপস শেয়ার করা হয়েছে এই কোর্সে। 
  • কিভাবে নিজের প্রোডাক্টের জন্য একটি প্রোফিটেবল এড রান করবেন তা লাইভ শেখানো হয়েছে। 
  • আপনার বিজনেসকে নেক্সট লেভেল নিয়ে যেতে বিজনেস স্কেলিং সম্পর্কে শেখানো হয়েছে। 
  • কোর্স ইনরোল করলেই ৩৯,৮০০ টাকার রিসোর্স পাবেন একদম ফ্রীতে। 
  • কোর্সের দাম অনেক রিজেনএবল। 

কেন করবেন না কোর্সটি :-

  • কোর্সটি বিজনেস ফোকাসড একটি কোর্স আপনি যদি ফ্রিল্যান্সিং নিয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার মতে এটি আপনার জন্য পারফেক্ট কোর্স না। 
  • কোর্সটি সম্পূর্ণ লাইভ হবে তাই আপনি যখন ইচ্ছে তখন করতে পারবেন না। 

কোর্সটির বর্তমান দাম ২০৫০ টাকা।

4. Advanced Facebook marketing by coder trust

Coder trust ই-লার্নিং জগৎতে নতুন একটি নাম। নতুন হওয়া সত্ত্বেও তাদের প্রতিটি কোর্সই অনেক আর্কষণীয় এবং বেশ ভালো সারা পাচ্ছে তারা স্টুডেন্টদের। তেমনি তাদের একটি জনপ্রিয় কোর্সের নাম হচ্ছে এডভান্স ফেসবুক মার্কেটিং কোর্সটি। 

কি কি আছে এই কোর্সে:-

  • ৪৮ ঘণ্টার এই কোর্সে পাবেন প্রায় ২৪ টি লেকচার। 
  • Dynamic Ads crreation নিয়ে বিস্তারিত।
  • Customer regathering নিয়ে বিস্তারিত।
  • Chatbot Integration and Analytics নিয়ে শিখতে পারবেন।
  • Facebook Pixel এবং Google Tag manager নিয়েও শেখানো হবে। 
  • Facebook Conversion API নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হবে। 
Data entry course 70%
Advertisement

কেন করবেন এই কোর্সটি :- 

  • একজন ফেসবুক মার্কেটিং এক্সপার্ট হওয়ার জন্য যতসব স্কিল দরকার সবই শেখানো হয়েছে এই কোর্সে। 
  • সম্পূর্ণ রেকর্ডেড কোর্স তাই যেকোনো সময়ই দেখতে পারবেন। 
  • কোর্স শেষে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়েও ধারণা দেওয়া হয়েছে। 

কেন করবেন না এই কোর্স:- 

  • কোর্সটি সম্পূর্ণ রেকর্ডেড হওয়ার কারনে আপনি সরাসরি ইন্সট্রাক্টর থেকে কোনো প্রশ্নের উত্তর পাবেন না। 
  • কোর্সটি ইন্টারমিডিয়েট স্কিলের মানুষদের জন্য আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন আপনার জন্য কোর্সটি পারফেক্ট না। 
  • কোর্সের দাম অত্যন্ত বেশি যেটি অনেকেরই সার্মথ্যের বাইরে। 

কোর্সটির বর্তমান দাম ৪০ হাজার টাকা।

5. All in One Digital Marketing by MSB Academy

MSB Academy’র কোর্স গুলোর মতোই এই কোর্সটিও খুব এট্রাকটিভ । কি নেই এতে? এসইও থেকে শুরু করে ফেসবুক মার্কেটিং সব কিছুই পাবেন এই কোর্সে তাই তারা এটির নাম দিয়েছেন অল ইন ওয়ান ডিজিটাল মার্কেটিং। 

কি কি আছে এই কোর্সে :-

  • সর্বমোট ৫৪ ঘন্টার অধিক ভিডিও লেকচার। 
  • ২৪ ঘণ্টা ইন্সট্রাক্টর সাপোর্ট। 
  • লাইফটাইম একসেস থাকবে কোর্সের। 
  • ১৭ টি রিসোর্স শেয়ার করা হবে। 
  • বিজনেস রিসার্চ সিস্টেম নিয়ে ধারণা দেওয়া হবে। 
  • গ্রাফিক্স ডিজাইন বেসিক। 
  • ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটআপ নিয়ে ধারণা দেওয়া হবে। 
  • Guntenberg Editor দিয়ে একটা ওয়েবসাইটের যেকোনো পেজের ডিজাইন করা শেখানো হবে। 
  • ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন শেখানো হবে। 
  • ইমেইল রাইটিং এন্ড কপি রাইটিং শেখানো হবে। 
  • নিশ এবং অথরিটি সাইট বিল্ডিং শেখানো হবে। 
  • ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্স।
  • কোর্স শেষে দেওয়া হবে প্রোফেশনাল সার্টিফিকেট। 
English Course 90%
Ad by 10-Minute School

কেন করবেন এই কোর্স:- 

  • শুধু মাত্র ডিজিটাল মার্কেটিং না আপনাকে তারা শেখাবে একটি ডিজিটাল বিজনেস গ্রো করার সকল স্ট্রেটেজি। 
  • ভিডিও লেকচারের সাথে সাথে প্রয়োজনীয় সকল রিসোর্স শেয়ার করা হবে ফ্রীতে। 
  • তারা অনেক সিকরেট টিপস এন্ড ট্রিকস শেয়ার করে যেগুলো গ্রো করার জন্য অনেক ইফেক্টিভ। 
  • ৩ হাজারেরও বেশি পজেটিভ রিভিউ আছে এই কোর্সের। 
  • সম্পূর্ণ কোর্সটি রেকর্ডেড তাই যেকোনো সময়ই করতে পারবেন। 
  • এত ভালো এন্ড রিসোর্সফুল কোর্সটি পাচ্ছেন অনেক রিজেনএবল দামে। 

কেন করবেন না ফেসবুক মার্কেটিং কোর্স:- 

  • কোর্সটি ডিজিটাল বিজনেস নিয়ে যদি আপনার ইনটেনশন ফ্রিল্যান্সিং হয় তাহলে কোর্সটি আপনার জন্য পারফেক্ট না। 

ফেসবুক মার্কেটিং কোর্সটির বর্তমান দাম ৭ হাজার টাকা।

Review Plugin (p2)
Advertisement
Facebook Marketing Course (end)
Advertisement

Leave a Comment

Scroll to Top