বাংলাদেশের সেরা ৫ ফ্রিল্যান্সিং কোর্স (২০২৪)

বর্তমান এই যুগটি হলো ফ্রিল্যান্সিং এর যুগ। এখন ফ্রিল্যান্সিং পেশা তরুণ সমাজের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু ফ্রিল্যান্সিং ফিল্ডের একটি কমন অভিযোগ হলো এইখানে সবাই সফল হতে পারছে না। এর একটি প্রধান কারন সঠিক গাইডলাইন এবং পরিপূর্ণ স্কিল ডেভেলপমেন্টের অভাব।

বেশিরভাগ ফ্রিল্যান্সিং এ আগ্রহী অসফল ব্যক্তি সম্পর্কে একটু গবেষণা করলে দেখা যায়, হয় তার কোনো স্কিল এর উপর তেমন পারদর্শীতা নেই অথবা তারা জানেনা কিভাবে মার্কেটপ্লেসে গিয়ে সঠিক ভাবে ক্লায়েন্ট এপ্রোচ করতে হবে।

এই সব সমস্যার কথা ভেবে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি ফ্রিল্যান্সিং কোর্স যেগুলো করার পরে আপনিও হয়ত নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে পারবেন। তাহলে চলুন দেখে আসি কোর্সগুলো নিয়ে বিস্তারিত। 

বাংলাদেশের সেরা ফ্রিল্যান্সিং কোর্স তালিকা

Video editing course 10%
Advertisement

আপনিও কি ফ্রিল্যান্সিং করার কথা ভাবছেন? কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? প্রোপার গাইডলাইনের অভাবে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল হতে না পারলে এখনই দেখে নিন বাংলাদেশের সেরা ৫টি ফ্রিল্যান্সিং কোর্স:

  1. ঘরে বসে ফ্রিল্যান্সিং by 10 minute school 
  2. Passive journal by Khalid Farhan
  3. Unlimited Fiverr success (by MSB Academy)
  4. ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট (by Bohubrihi)
  5. ফাইবার ক্র্যাশ কোর্স (by codemanbd)

১. ঘরে বসে ফ্রিল্যান্সিং (by 10 minute school)

টেন মিনিট স্কুল বাংলাদেশের সবচেয়ে বড় লার্নিং প্ল্যাটফর্মের একটি। প্রায় লক্ষাধিক শিক্ষার্থী এই প্ল্যার্টফর্ম থেকে কিছু না কিছু শিখছেন। তাদের একটি জনপ্রিয় কোর্স ঘরে বসে ফ্রিল্যান্সিং। ১৪ ঘন্টার এই কোর্সে রেয়েছে ৭১ টি ভিডিও লেকচার এবং প্রায় ৩৮ হাজারেরও বেশি মানুষ ইতিমধ্যে কোর্সটি কমপ্লিট করে ফেলেছেন। কোর্সের ইনসট্রাক্টর হিসেবে আছেন জয়িতা ব্যানার্জি যিনি আপওয়ার্কের একজন টপ রেটেড ফ্রিল্যান্সার। 

কি কি আছে এই কোর্সে :-

  • সবচেয়ে ইজি কিছু স্কিল কিভাবে শেখা যাবে তা নিয়ে গাইডলাইন দিবে। 
  • ক্যানভা দিয়ে ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ইমেইল টেমপ্লেট ডিজাইন ইত্যাদি সহজ স্কিল শেখানো হবে। 
  • এসব স্কিল শেখার পরে কিভাবে মার্কেটপ্লেস একাউন্ট খুলবেন এবং বায়ারকে প্রোজেক্ট সাবমিট করবেন তা নিয়ে ধারণা দেওয়া হবে। 

কেন কোর্সটি করবেন?

  • আপনি যদি ফ্রিল্যান্সিং নিয়ে কিছুই না জানেন তাহলেও সমস্যা নেই আপনাকে একদম বেসিক থেকে ধারণা দেওয়া হবে এই কোর্সে। 
  • কোন স্কিল গুলো মার্কেটপ্লেসে সব চেয়ে ডিমান্ডএবল তা নিয়ে ধারণা দেওয়া হবে। 
  • ফাইবার এবং আপওয়ার্কের মতো মার্কেটপ্লেসে সঠিক এবং প্রোফেশনাল প্রোফাইল তৈরি শেখানো হবে। 
  • কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবেন এবং কাজ সাবমিট করবেন তা নিয়ে বিস্তারিত শেখানো হবে।

কেন কোর্সটি করবেন না?

  • কোর্সটি খুবই বিগিনার লেভেলের। আপনি এই কোর্স দিয়ে ফ্রিল্যান্সিং ফিল্ডে এন্ট্রি করতে পারেন। কিন্তু এই কোর্সে খুব এডভান্স কিছু আসা করতে পারেন না। 

ফ্রিল্যান্সিং কোর্সটির দাম ১২৫০ টাকা। কোর্স সম্পূর্ণ করার পরে একটি সার্টিফিকেট প্রদান করা হবে।

২. Passive journal (by Khalid Farhan)

প্যাসিভ জার্নাল আসলে কোনো স্পেসিফিক কোর্স না এটি একটি প্ল্যাটফর্মের নাম। আমরা যেমন নেটফ্লিক্স কিংবা চরকিতে সাবস্ক্রিপশন একবার কিনে সব কন্টেন্ট দেখতে পারি ঠিক তেমনি প্যাসিভ জার্নালে আপনি একবার সাবস্ক্রিপশন কিনেই তাদের সমস্ত কোর্সের একসেস পেয়ে যাবেন। তাদের একটি কোর্স হলো ফ্রিল্যান্সিং বিষয়ক। বেশ জনপ্রিয় এই কোর্সটি। এই কোর্সটি পরিচালনা করেছেন খালিদ ফারহান যিনি একজন ফ্রিল্যান্সার এবং বিজনেসম্যান। আসুন দেখে আসি কি কি আছে এই কোর্সে।

LiveMCQ (40%)
Advertisement

কি কি আছে এই ফ্রিল্যান্সিং কোর্সে:-

  • আপনার যদি কোনো স্পেসিফিক স্কিল থেকে থাকে তাহলে কিভাবে এই স্কিল নিয়ে মার্কেটপ্লেসে যাবেন তা নিয়ে সমস্ত ধারণা পাবেন এই কোর্সে। 
  • নিজের স্কিল নিয়ে কিভাবে একটি পোর্টফলিও তৈরী করবেন তা নিয়ে ধারনা দেওয়া হয়েছে। 
  • রয়েছে দুর্দান্ত লাইফটাইম সাপোর্ট সিস্টেম যার মাধ্যমে আপনি যেকোন সমস্যায় পড়লে সমাধান পেয়ে যাবেন। 

কেন করবেন এই ফ্রিল্যান্সিং কোর্স?

  • এটি বাংলাদেশের অন্যতম প্রফেশনাল মানের কোর্স। 
  • একবার এনরোল করলেই লাইফটাইম সমস্ত কোর্সের একসেস পেয়ে যাবেন এবং ভবিষ্যৎ সকল কোর্সেরও একসেস পাবেন। 
  • আপনার যদি কোনো স্পেসিফিক স্কিল না থাকে তাহলে তাদের স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড বাকি কোর্স গুলো করে আগে নিজের স্কিল বাড়াতে পারবেন। 
  • আপনি যদি একদম বিগিনারও হন তাহলেও আপনি এই কোর্স করতে পারবেন কারন বিগিনারদের জন্য তাদের আলাদা বেসিক কোর্স রয়েছে। 
  • কোর্সটি বেসিক থেকে এডভান্স পর্যন্ত তাই ইন্টারমিডিয়েটদের জন্যও হেল্পফুল হবে। 
  • লাইফটাইম সাপোর্ট সিস্টেম থাকায় আপনি যখনই যেই সমস্যায় পড়েন তারা আপনাকে সমাধান দিবেন। 

কেন করবেন না? 

  • কোর্সটির দাম অনেক বেশি যা অনেকেরই সার্মথ্যের বাইরে। 
  • আপনি এখন যদি এখানে এনরোল করেন বর্তমানে ভিডিও এডিটিং এবং মার্কেটিং নিয়ে কোর্স রয়েছে যদি আপনি টেকনোলজি ফিল্ডের কেউ হয়ে থাকেন তাহলে হয়ত তেমন উপকৃত হবেন না। 

কোর্সটির বর্তমান মূল্য ২৫,০০০ টাকা৷ 

৩. Unlimited Fiverr success (by MSB Academy)

MSB একাডেমির ফাইবার সাকসেস কোর্সটি বেশ জনপ্রিয় একটি কোর্স। অনেক সাকসেস স্টোরিও আছে এই কোর্স নিয়ে। ১৫ ঘন্টার এই কোর্সটি পরিচালনা করেছেন মাসুক সরকার যিনি বর্তমানে একটি সফটওয়্যার কোম্পানি পরিচালনা করেন এবং একজন সফল উদ্যোক্তা। সাথে তিনি এমএসবি একাডেমিও পরিচালনা করেন। 

আসুন জেনে আসি এই আনলিমিটেড ফাইবার কোর্সে কি কি আছে।

কি কি আছে এই ফ্রিল্যান্সিং কোর্স এ?

English Course Middle
Ad by 10-Minute School
  • অন্যতম জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইবার নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে এই কোর্সে। 
  • একাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে অর্ডার কম্পিটের পরে টাকা উইথড্র পর্যন্ত সমস্ত প্রোসেসই শেখানো হয়েছে। 
  • কিছু সহজ স্কিল যেমন ইনফোগ্রাফি ডিজাইন, ওয়েব ট্রাফিক জেনারেশনের মতো স্কিল শেখানো হয়েছে। যেগুলো শিখে আপনি আজই মার্কেটপ্লেসে কাজ শুরু করতে পারবেন। 
  • ২০০০ ডলার সমমূল্যের প্রিমিয়াম রিসোর্স (সফটওয়্যার) শেয়ার করা হবে। 
  • কোর্স শেষে থাকছে ইনস্ট্রাক্টর সাপোর্ট এবং সার্টিফিকেট। 

কেন ফ্রিল্যান্সিং কোর্সটি করবেন? 

  • বিগিনারদের জন্য সবচেয়ে আদর্শ একটি কোর্স। 
  • আপনার যদি কোনো স্কিল নাও থাকে সমস্যা নেই আপনাকে কিছু ইজি স্কিল শিখিয়ে মার্কেটপ্লেসে কাজের জন্য তৈরি করিয়ে দিবে।
  • তাছাড়াও টার্গেটেড বায়ার খোঁজার জন্য তারা কিছু সিক্রেট টিপস শেয়ার করবে যা বিগিনার হিসেবে অনেক উপকারী হবে। 
  • কোর্সের দামও বেশ রিজনেবল। 

কেন এই ফ্রিল্যান্সিং কোর্সটি করবেন না?

  • এটি বিগিনারদের টার্গেট করে তৈরি কোর্স, খুব এডভান্স কিছুই যদি আশা করে থাকেন তাহলে আপনার জন্য এই কোর্সটি নয়। 
  • এই কোর্সটি তাদের জন্যই যাদের স্কিল নেই, তারা যেন সহজ কিছু কাজ দিয়ে যাত্রা শুরু করতে পারে। যদি আপনি অলরেডি কোনো কিছুতে স্কিলড হয়ে থাকেন তাহলে কোর্সটি আপনার জন্য রেকোমেন্ডেড না। 

কোর্সটির বর্তমান দাম ৫,৯৯৯ টাকা।

৪. ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট (by Bohubrihi)

অনলাইন কোর্সের দুনিয়ায় বাংলাদেশে bohubrihi বেশ জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। তাদের মার্কেটিং থেকে শুরু করে সব ধরনের কোর্সই রয়েছে। তবে তাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটি বেশ জনপ্রিয়। 

একদম বেসিক থেকে শুরু করে এডভান্স পর্যন্ত শেখানো হবে এই কোর্সে। কোর্সটি পরিচালনা করবেন বহুব্রীহির দুজন এক্সপার্ট মেন্টর সীমান্ত পাল এবং জাহিদুল ইসলাম। 

কি কি থাকছে এই ফ্রিল্যান্সিং কোর্সে? 

  • ৮০+ ঘন্টার কোর্স। 
  • কোর্স রিভিউ এবং ফিডব্যাকের সুবিধা পাবেন।
  • থাকছে কুইজ এসাইনমেন্ট সহ রিয়েল লাইফ প্রোজেক্ট। 
  • বেসিক থেকে এডভান্স পর্যন্ত সবই শেখানো হবে। 
  • ৬ মাস মেয়াদি কোর্স। 
  • মেন্টরের সাপোর্ট এবং ২ বছরের কন্টেন্ট একসেস। 
Data entry course 70%
Advertisement

কেন করবেন এই কোর্স?

  • আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কিছু না জানলেও সমস্যা নেই। আপনাকে একদম বেসিক থেকে গাইড করা হবে। 
  • তারা দিচ্ছে ১০০% স্কলারশিপের সুযোগ। 
  • ওয়েব ডেভেলপমেন্ট খুবই ডিমান্ডিং একটি স্কিল, হোক সেটি চাকরির বাজারে অথবা ফ্রিল্যান্সিং জগতে। তাই এই কোর্সটি করে আপনি নিজের জন্য অনেক পারফেক্ট একটি স্কিল ডেভেলপ করতে পারেন৷ 
  • যেকোনো ব্যাকগ্রাউন্ডের মানুষই এই কোর্স করতে পারবে। 
  • লাইভ প্রজেক্ট ও ক্লাসের মাধ্যমে বুঝানো হবে তাই সহজেই বুঝতে পারবেন। 
  • খুবই রিজেনএবল কোর্স প্রাইস। 

কেন কোর্সটি করবেন না 

  • আপনার যদি টেকনোলজি নিয়ে আগ্রহ না থাকে তাহলে এই কোর্সটি না করাই ভালো। 
  • কোর্সটি দীর্ঘ মেয়াদী। তাই আপনাকে এমন মাইন্ড সেট এবং ধৈর্য নিয়েই কোর্সটি শেষ করতে হবে। যদি আপনি এমন দীর্ঘ সময় দিয়ে নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে না চান তাহলে কোর্সটি না করাই বেটার অপশন। 

কোর্স ফি :

৫. ফাইবার ক্র্যাশ কোর্স (by codemanbd)

ফাইবার ক্র্যাশ কোর্সটিও বিগিনারদের জন্য একটি ভালো কোর্স৷ ১৫ ঘণ্টার এই কোর্সটি এনরোল করেছেন ৪০০০+ স্টুডেন্ট৷ কোর্সটি পরিচালনা করেছেন কোডম্যান বিডির প্রতিষ্ঠাতা মিনহাজুল আসিফ যিনি গত ১০ বছর ফাইবার, আপওয়ার্ক মার্কেটপ্লেসে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার ছিলেন। আসুন দেখে আসি কোর্সটি নিয়ে বিস্তারিত। 

কি কি আছে এই ফ্রিল্যান্সিং কোর্সে:- 

  • ৩০ দিন ব্যাপি কোর্সে ফাইবার মার্কেটপ্লেস নিয়ে পূর্ণাঙ্গ ধারণা দিবেন৷ 
  • লাইভ ক্লাস করানো হবে যার ফলে আপনি ইন্সট্রাক্টরের সাথে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। 
  • Zoom/meet এর সাহায্যে লাইভ ক্লাইন্ট সাপোর্ট। 
  • গুগল ক্লাসরুমের মাধ্যমে স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করা হয়। 

কেন করবেন কোর্সটি? 

  • বিগিনারদের জন্য ফাইবার মার্কেটপ্লেস বেসিক থেকে এডভান্স ধারণা দেওয়া হয়েছে। 
  • ফাইবারে একটি পারফেক্ট গিগ কিভাবে খোলা হয় তা শেখানো হয়েছে। 
  • ফাইবার টেস্টে পাশ করার কৌশল শেখানো হয়েছে। 
  • কিভাবে গিগের ক্লিক, ইম্পেশন বাড়ানো যায় এবং ফাইবার থেকে কিভাবে পেওনিয়ার এর মাধ্যমে টাকা উইথড্র করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। একজন বিগিনার ফ্রিল্যান্সারদের জন্য এসব বিষয় জানা খুব জরুরী। 

কেন কোর্সটি করবেন না?

  • এই কোর্সটি শুধুমাত্র বিগিনারদের জন্য তৈরি তাই আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেলের হয়ে থাকেন তাহলে কোর্সটি আপনার জন্য পারফেক্ট না। 
  • এই কোর্সে কোনো স্কিল শেখানো হয়নি শুধু মার্কেটপ্লেস নিয়ে ধারণা দেওয়া হয়েছে। যদি আপনার আগের কোনো স্কিল ডেভলপ করা না থাকে তাহলে এই কোর্সটি আপনার জন্য না। 

কোর্সটির দাম: ৩০০০ টাকা। 

ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার একটাই মূলমন্ত্র, তা হলো স্কিল। আপনি যদি আপনার স্কিলকে ভালো একটা লেভেলে নিতে পারেন তাহলে আজ না হয় কাল আপনি সফল হবেনই ইন শা আল্লাহ। আপনি ফ্রিল্যান্সিং এ যেই কাজই করতে চান না কেন, নিজের স্কিলের দিকে আগে ফোকাস করবেন। 

আশা করি, উপরে উল্লেখ করা বাংলাদেশের ফ্রিল্যান্সিং কোর্স তালিকাটি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে সহায়ক হবে। আপনার জন্য শুভ কামনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top