সেরা ৫ ওয়েব ডেভেলপমেন্ট কোর্স তালিকা

ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চান! ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিভিন্ন বিষয়ে করা গেলেও কিছু কাজের চাহিদা অত্যন্ত বেশি। তেমনই টপ ডিমান্ডিং ফ্রিল্যান্সিং জবগুলোর একটি ওয়েব ডেভেলপমেন্ট। আর তাই এই আর্টিকেলের মাধ্যমে আমরা সেরা ৫ টি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স সম্পর্কে জানব ইন শা আল্লাহ। 

ওয়েবসাইট বিষয়টার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। কিন্তু আজকে থেকে ১০ বছর আগেও ওয়েবসাইট কি, এর ব্যবহার কি এসব নিয়ে মানুষের তেমন কোনো ধারণা ছিল না। প্রযুক্তির এই বিশাল অগ্রগতির সাথে মানুষ তাদের ব্যবসা কিংবা প্রতিষ্ঠানকে অনলাইন আইডেনটিট দিতে চাচ্ছে। কেননা, এখন মানুষের ব্যস্ততার কারণে অনলাইন সেবা, কেনাকাটা বেশি প্রেফার করছে। এজন্যই ওয়েবসাইট তৈরির প্রয়োজনীয়তা আসছে। এখন ছোট বড় যেকোনো প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট রয়েছে। হোক সেটা ব্যবসায়িক প্রতিষ্ঠান কিংবা সেবামূলক। 

প্রতিদিন নতুন নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছে। সেইসাথে ওয়েব ডেভেলপারদের চাহিদা দিন দিন বাড়ছে। পরিসংখ্যান বলছে যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ দক্ষ ওয়েব ডেভেলপার নেই মার্কেটে। সুতরাং, আপনি নিজেকে নিজেকে এই ফিল্ডে দক্ষ করে সহজেই নিজের একটি সুন্দর ক্যারিয়ার গড়তে পারবেন। 

আপনি যদি নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে গড়ে তুলতে চান, তবে আপনার দরকার একজন মেন্টর এবং প্রশিক্ষণ। সেই উদ্দেশ্যে দেশের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ডেভেলপমেন্ট কোর্স গুলোর সাথে পরিচয় করিয়ে দিতেই আমাদের আজকের আয়োজন। 

1. Web development by programming hero

Video editing course 10%
Advertisement

প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট কোর্সকে নিঃসন্দেহে বাংলায় সবচেয়ে সেরা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স বলা যায়। একজন বিগিনার লেভেল থেকে শুরু করে এডভান্স লেভেলের ওয়েব ডেভেলপার হওয়ার জন্য যা যা কিছু দরকার সবকিছুই শেখানো হবে এই কোর্সে। 

কোর্সটি পরিচালনা করেছেন ঝংকার মাহবুব যিনি প্রোগ্রামিং হিরোর প্রতিষ্ঠাতা। প্রোগ্রামিং নিয়ে মানুষের মনে ভীতিকে দূর করতে তিনি কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় প্রোগ্রামিং হিরো প্রতিষ্ঠা করা এবং এখন পর্যন্ত হাজারেরও বেশি এক্সপার্ট প্রোগ্রামার তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

কি কি আছে এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে:- 

  • জিরো থেকে শুরু করে একটি ডেভেলপার ক্যারিয়ারের জন্য যা কিছু দরকার সমস্ত কিছু শেখানো হবে। 
  • বেসিক টু এডভান্স  Html এন্ড CSS নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হবে। 
  • Bootstrap, JavaScript, Git, ES6, REST API, Server, JSON ইত্যাদি নিয়ে ধারণা দেওয়া হবে।
  • ১৫ টিরও বেশি প্র‍্যাকটিস প্রজেক্ট এবং ১২ টি এসাইনমেন্ট। 
  • ২৫ টিরও বেশি কোর্স প্রজেক্ট। 

কেন করবেন ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটি:- 

  • এটি শুধুমাত্র একটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স নয়, এখানে আপনাকে সম্পূর্ণ ক্যারিয়ার গাইডলাইন দেওয়া হবে। 
  • আপনার যদি প্রোগ্রামিং নিয়ে একদমই ধারণা না থাকে কিন্তু আপনি শিখতে আগ্রহী তাহলে এটি আপজার জন্য পারফেক্ট ওয়েব ডেভেলপমেন্ট কোর্স। 
  • সম্পূর্ণ প্রজেক্ট বেস একটি কোর্স। প্রতিটি প্রোজেক্ট হাতে কলমে ধরে করানো হবে যার ফলে বুঝতে অনেক সুবিধা হবে। 
  • তাদের রয়েছে ওয়ান টু ওয়ান সাপোর্ট সিস্টেম যার মাধ্যমে আপনি আপনার যেকোনো সমস্যার সমাধান ১০ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। 
  • তাদের রয়েছে ১৭ টির অধিক জব প্লেসমেন্ট ম্যানেজার যারা আপনাকে ইন্টারন্যাশনাল অথবা লোকাল জব পেতো সাহায্য করবে। 
  • তাছাড়া, তাদের রয়েছে একটি এক্সপার্ট কমিউনিটি আপনিও সেখানে যুক্ত হতে পারবেন। 

এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্স কাদের জন্য না:- 

  • এটি একটি সিরিয়াস ওয়েব ডেভেলপমেন্ট কোর্স যার কারনে আপনাকে দৈনিক ৭ থেকে ৮ ঘন্টা সময় দিতে হবে। যদি আপনি এই পরিমাণ সময় দিতে না পারেন তাহলে কোর্সটি আপনার জন্য না। 
  • কোর্সটিতে স্পেসিফিক ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু নেই, যদি আপনি এমন কিছু প্রত্যাশা করেন তাহলে কোর্সটি আপনার জন্য না। 
  • কোর্সটির দাম একটু তুলনামূলক বেশি। 

কোর্সটিতে বর্তমানে কোনো স্টুডেন্ট নেওয়া হচ্ছে না, তাই সঠিক দামটি বলা যাচ্ছে না। আনুমানিক দাম: ২৫ থেকে ৩০ হাজার টাকা।  

আপনি যদি কোর্সটি করতে চান তাহলে তাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে কানেক্টেড থাকবেন। 

2. ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট (MERN) by Bohubrihi 

Daraz
Advertisements
cloudways
Advertisement

বহুব্রীহি, অনলাইন জগতের একটি আস্থার নাম। শুধু মাত্র কয়েকটি ভিডিও দিয়ে কোর্স শেষ করানো নয়, তাদের লক্ষ্য থাকে দায়িত্ব নিয়ে একজনকে দক্ষ করে তোলা। বহুব্রীহির অত্যন্ত জনপ্রিয় কোর্স হলো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। একজন ওয়েব ডেভেলপার হওয়ার সকল কিছু শেখানো হবে এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে। 

কি কি আছে এই কোর্সে:- 

  • প্রায় ৮০+ ঘণ্টার ভিডিও
  • ওয়েব ডেভেলপমেন্ট এর একদম বেসিক থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত শেখানো হবে।
  • প্রতিটি ক্লাসের পরে থাকবে কুইজ ও অ্যাসাইনমেন্ট। 
  • ৬ মাসের ব্যাচ অনলাইন ব্যাচে পাচ্ছেন লাইভ মেন্টর সাপোর্ট। 
  • প্রতিটি ক্লাসের পরে রিভিউ ও ফিডব্যাক সেশন। 
  • ১৯টি রিয়েল-লাইফ প্রজেক্ট।
  • কোর্স শেষে পাচ্ছেন প্রফেশনাল সার্টিফিকেট।
  • কোর্স শেষ হওয়ার পরেও ২ বছরের কন্টেন্ট অ্যাক্সেস পাবেন। 

কেন করবেন এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্স:-

  • কোর্সটি এমন ভাবে সাজানো হয়েছে যেন একজন বিগিনার লেভেলের স্টুডেন্টও কর্পোরেট জব করার এবিলিটি গেইন করে। 
  • কোর্সটিতে সবচেয়ে ভালো করা স্টুডেন্টদের সিভি প্রতিষ্ঠানটি নিজেই দেশের সেরা কোম্পানিদের কাছে পৌঁছে দেয়। 
  • আপনি স্টুডেন্ট হন কিংবা কোনো ফুল টাইম জব করেন, আপনার জন্য কোর্সটি পারফেক্ট হবে কারণ প্রতিটি ভিডিও রেকর্ডেড এবং যেকোনো সময়ই আপনি কোর্সটি করতে পারেন। 
  • এসাইনমেন্ট এবং কুইজের সাহায্যে আপনার দক্ষতা যাচাই করতে পারবেন। 
  • কোর্সে যদি ভালো পারফরম্যান্স করতে পারেন তাহলে ১০০% পর্যন্ত স্কলারশিপ পাবেন। 
  • রিজনেবল দাম। 

এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্স কাদের জন্য না:-

  • কোর্সটি বেশ দীর্ঘ মেয়াদি, তাই আপনাকে অনেক ধৈর্যের সাথে করতে হবে। যদি আপনার সময় স্বল্পতা থাকে তাহলে এই কোর্স থেকে তেমন কোনো বেনিফিট হবেনা আপনার৷ 

বহুব্রীহি ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটির বর্তমান দাম: ৬৫০০ টাকা। 

3. Web development with PHP and Laravel  by Ostad

ওস্তাদ, প্রতিষ্ঠানটি নতুন হলেও তাদের নামকরণের সার্থকতা রেখেছেন স্টুডেন্টদের কাছে। তারা দাবী করছেন ইন্ডাস্ট্রির বেস্ট এক্সপার্টদের দিয়ে তারা তাদের পুরো ওয়েব ডেভেলপমেন্ট কোর্স পরিচালনা করেন। 

তাদের অন্যতম একটি জনপ্রিয় কোর্স হলো ওয়েব ডেভেলপমেন্ট উিথ পিএইচপি এন্ড লারাভেল। এই কোর্সটিকে ঘিরে তাদের রয়েছে হাজারো সফলতার গল্প। 

কি কি আছে এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে:- 

  • একদম বেসিক থেকে ৬ মাসের স্টাডি প্ল্যান। 
  • ৪২ টি লাইভ ক্লাস। 
  • ২ টি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট। 
  • ২০ টিরও অধিক প্র্যাকটিস প্রজেক্ট। 
  • ৬০০’রও অধিক প্রি রেকর্ডেড ভিডিও লেকচার।
  • প্রোগ্রেস ট্রেকিংয়ের মাধ্যমে নিজের প্রোগ্রেস দেখার সুযোগ। 
  • জব এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের গাইডলাইন। 
  • প্রতিদিন তিন বেলা সাপোর্ট ক্লাস।
  • কোর্স শেষে থাকছে সার্টিফিকেট। 

কেন করবেন এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্স:- 

  • কোর্সটি আপনার স্কিল ডেভেলপমেন্ট এর পাশাপাশি আপনাকে জব মার্কেট নিয়ে নানা ধারণা দেওয়া হবে। 
  • ১৫ টিরও অধিক প্রোগ্রামিং ল্যানগুয়েজ শেখানো হবে। 
  • জব ইন্টারভিউতে আসা নানা সমস্যা নিয়ে আলোচনা করা হবে যার ফলে আপনি জব মার্কেটের জন্য নিজেকে আরো পারফেক্ট করে তুলতে পারবেন। 
  • লাইভ কোর্স হওয়ায় সরাসরি ইন্সট্রাক্টরের সাথে কথা বলে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। 
  • অনেক ভালো সাপোর্ট সিস্টেম। 
  • অনেক ভালো কন্টেন্ট পাচ্ছেন রিজেনএবল দামে। 

এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্স কাদের জন্য না:- 

  • কোর্সটি সম্পূর্ণ লাইভ হবে তাই যদি আপনার ভালো ইন্টারনেট না থাকে আপনার কোর্স করতে সমস্যা হতে পারে। 
  • কোর্সটিতে লারাভেল এবং পিএইচপি ফোকাসড, যদি আপনি এই প্রোগ্রামিং ল্যানগুয়েজের প্রতি আগ্রহী না হন তাহলে আপনার জন্য কোর্সটি পারফেক্ট না। 

কোর্সটির বর্তমান দাম: ৮ হাজার টাকা। 

4. Web development by Creative IT

ক্রিয়েটিভ আইটি প্রতিষ্ঠানটি নিয়ে সবাই কম বেশি পরিচিত। ঠিক তেমনি তাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটি নিয়েও কিছু বলার অপেক্ষা রাখে না। 

৬ মাস মেয়াদী এই কোর্স আপনাকে বানাতে পারবে একজন দক্ষ এবং ইন্ডাস্ট্রি লিডিং ওয়েব ডেভেলপার। 

Data entry course 70%
Advertisement

কি কি আছে এই কোর্সে :- 

  • ৬ মাস মেয়াদী এই কোর্সে থাকছে ৪৮ টি লেকচার। 
  • ৪ টিরও অধিক প্রোজেক্ট। 
  • ভিএস কোড, সাবলাইম টেক্সট, এটম ইত্যাদি সফটওয়্যারের যথাযথ ব্যবহার শেখানো হবে। 
  • বেকেন্ড ডেভেলপমেন্ট নিয়ে ই-ডিটেইলস আলোচনা করা হবে।
  • প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হবে।
  • লাইফটাইম সাপোর্ট সিস্টেম থাকবে। 

এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্স কাদের জন্য:- 

  • অনলাইন এবং অফলাইন দুটি কোর্সই আছে, যদি আপনার অফলাইন কোর্স করতে সমস্যা হয় তাহলে অনলাইন করতে পারেন।
  • প্রত্যেকটি ক্লাসের পরে আবার সেই ক্লাসের উপর রিভিউ ক্লাস হয়। ফলে, আপনার আগের ক্লাসের সমস্যার সমাধান পেয়ে যাবেন।
  • কোর্স শেষে স্টুডেন্টদের লাইফটাইম সাপোর্ট দেওয়া হবে। 
  • প্রত্যেকটি ক্লাসের রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হবে। তাই, কোনো ক্লাস মিস করলেও সমস্যা হবেনা।
  • কোর্স শেষে সেরা শিক্ষার্থীদের জব অপরচুনিটি প্রোভাইড করে প্রতিষ্ঠানটি৷

এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্স কাদের জন্য না:- 

  • এই কোর্সটিতে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে তেমন কোনো ধারণা দেওয়া হয়নি। 
  • কোর্সের দাম বেশি। 

কোর্সের বর্তমান দাম: 

  • অনলাইন ব্যাচ ২৫ হাজার এবং 
  • অফলাইন ব্যাচ ৫০ হাজার টাকা। 

5. Full Stack Web Development by Codemanbd 

কোডম্যানবিডির অন্যান্য কোর্সগুলোর মতোই ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটিও বেশ জনপ্রিয়। ওয়েব ডেভেলপমেন্টের একদম খুটিনাটি বিষয় পর্যন্ত আলোচনা হয়েছে এই কোর্সে। 

কোর্সটি পরিচালনা করেছেন কোডম্যানবিডির প্রতিষ্ঠাতা মিনহাজুল আসিফ, কোডম্যানবিডির ইন্সট্রাক্টর আইমান শাফি এবং আসিফ আবির। তারা তিনজনই ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডের এক্সপার্ট। 

কি কি আছে এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে:-

  • Html, SQL, Boostrap সহ যতগুলো প্রোগ্রামিং ল্যানগুয়েজ জানা দরকার একজন ওয়েব ডেভেলপার হওয়ার জন্য সবই শেখানো হবে। 
  • যেকোনো সময়ই লাইভ সাপোর্ট। 
  • গুগল ক্লাসরুমের সাহায্যে সমস্ত রিসোর্স শেয়ার করা হয়। 
  • বেসিক কম্পিউটার স্কিল শেখানো হবে। 
  • ফাইবার-আপওয়ার্ক ক্র্যাস কোর্স দেওয়া হবে। 
English Course 90%
Ad by 10-Minute School

কেন করবেন ওয়েব ডেভেলপমেন্ট কোর্স:- 

  • কোর্সটি সম্পূর্ণ লাইভ হবে তাই যদি আপনার কোনো সমস্যা হয় সরাসরি ইন্সট্রাক্টরের সাথে কথা বলে সমাধান করতে পারবেন। 
  • তাছাড়া যেকোনো সময়ই তাদের লাইভ সাপোর্টের ব্যবস্থা আছে। 
  • বেসিক কম্পিউটার থেকে শুরু করে ব্র্যান্ডিং এবং নানা রকম ডিজিটাল ফ্রিল্যান্সিং স্কিল শেখানো হবে। 
  • ক্লাস শেষে ফাইবার এবং আপওয়ার্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। 
  • অনেক রিজেনএবল কোর্স ফি।

এই কোর্স কাদের জন্য না:- 

  • কোর্সটি মেইনলি ফ্রিল্যান্সিং ফোকাসড তাই যদি আপনার ফ্রিল্যান্সিংয়ের প্রতি আগ্রহ না থাকে তাহলে এই কোর্স আপনার জন্য পারফেক্ট না। 
  • কোর্সটিতে তেমন কোনো রিয়েল লাইফ প্রোজেক্ট নেই। 

কোর্সটির বর্তমান দাম: ১২ হাজার টাকা।

ওয়েব ডেভেলপমেন্ট ছাড়াও বাংলাদেশের অনলাইন কোর্স সাইটগুলোতে বিভিন্ন ফ্রিল্যান্সিং কোর্স করানো হয়। আজকের এই পোস্টে বাংলাদেশের সেরা ৫ টি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স নিয়ে ধারণা দিয়েছি। আশা করি, আপনার স্কিল ডেভেলপমেন্ট যাত্রায় কাজে আসবে। 

Review Plugin (p2)
Advertisement

Leave a Comment

Scroll to Top